জামালপুরে ৪ জনের যাবজ্জীবন

ই-বার্তা ডেস্ক।।    মঙ্গলবার দুপুর ২টায়জামালপুরে অটোরিকশার চালক বাবর আলীকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।জামালপুরের জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার হাটচন্দ্রা গ্রামের হাফেজ আলীর ছেলে আব্দুল মালেক, সুরুজ আলীর ছেলে জরিপ উদ্দিন, মো. মমিনের ছেলে আল আমীন ও মো. ইব্রাহিমের ছেলে মিলন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নির্মল কান্তি ভদ্র বলেন, জামালপুর শহরের হাটচন্দ্রা গ্রামের আব্দুল হানিফের পালক ছেলে অটোরিকশার চালক বাবর আলীকে জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৪ সালের ১৪ জুলাই অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ১৬ জুলাই সকালে রশিদপুর এলাকার ঝিনাই নদী থেকে বাবর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আব্দুল হানিফ বাদী হয়ে নয়জনকে আসামি করে জামালপুর থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালপুর জেলা ও দায়রা জজ সাইদুর রহমান খান মামলার রায় দেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান