ঢাকা-ফরিদপুরে অবস্থান করছে ফণি

ই-বার্তা ডেস্ক।।  ঘূর্ণিঝড় ফণীর কেন্দ্রীয় অংশ শনিবার সকাল ১০টায় ঢাকা ফরিদপুর অঞ্চলে অবস্থান করছে।  এর প্রভাব সারাদেশে রয়েছে।  সকালে আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, সকালে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল দিয়ে ফণী বাংলাদেশে প্রবেশ করে।  এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।পরে ফণীর কেন্দ্রীয় অংশ ফরিদপুর ও ঢাকায় অবস্থান করছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সারাদেশে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে।  ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু