বোর্ডের পাশাপাশি ক্রিকেটারদের সচেতন হওয়া উচিতঃ সুমন

ই-বার্তা ডেস্ক।।  টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই অনেক পিছিয়ে।  যার প্রভাব ভারতের বিপক্ষে দুটি টেস্টেই দেখা গেছে। ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টেও চরমভাবে ব্যর্থ ব্যাটসম্যানরা।  ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেষ যাদবের বল খেলতে খাবি খেতে হচ্ছে মুমিনুল, মুশফিকদের।   

এ ব্যাপারে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ঘরোয়া ক্রিকেটে উইকেটগুলো এখন আগের চেয়ে উন্নত করা হয়েছে। এর ফলাফল পেতে সময় লাগবে।

সুমন বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে উইকেট পরিবর্তন করা হয়েছে। ঢাকার বাইরের উইকেটগুলো পেস সহায়ক করা হয়েছে। কয়েক দিন আগেও কিন্তু জাতীয় লিগে পেস বোলার ৮ উইকেট পেয়েছে। আস্তে আস্তে সবই পরিবর্তন হবে তবে সময় লাগবে। অগামী তিন থেকে চার বছর পরই ভালো একটা পর্যায়ে আসতে পারব।’

তিনি বলেন, ‘শুধুমাত্র বোর্ড নয় ক্রিকেটারদের নিজেদেরও সচেতেন হওয়া উচিৎ। বোর্ড তাদেরকে সুযোগ সুবিধা দেয় তাদের নিজেদের উচিৎ সেটা ধরে রাখা। তা না হলে কোনো কিছুতেই কাজ হবে না।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু