ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, ‘পাকিস্তান যদি একটি পারমাণবিক বোমা দিয়ে ভারতের ওপর আক্রমণ করে, তাহলে ভারত পাল্টা অন্তত ২০টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে।’  

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, “ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার বিপদজনক জায়গায় পৌঁছে গেছে।  কোনো পারমাণবিক আক্রমণ হবে না।  আমরা (পাকিস্তান) যদি ভারতকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ করি, তাহলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত।  তাই আমাদের উচিত ৫০টি বোমা নিয়ে হামলা করা। সেটা করলে ভারত ২০টি বোমা নিয়ে হামলা করতে পারবে না।  আমরা কি ৫০টি বোমা নিয়ে হামলা করতে প্রস্তুত”?

পাকিস্তানের সাবেক এই সেনা প্রধান বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে।  দেশের অর্ধেকেরও বেশি মন্ত্রী আমার কথা শোনেন।  এখনকার আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আমার আইনজীবী ছিলেন”।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু