মিথ্যা বলেছিলেন ট্রাম্পের সাবেক সহযোগী

ই-বার্তা ডেস্ক।।   মার্কিন জেলা আদালতের বিচারক অ্যামি বারম্যান জ্যাকসন এক শুনানিতে বলেন, বিচারক মুলারের কার্যালয়ে এফবিআইয়ের কাছে বহু মিথ্যা বিবৃতি দিয়েছেন পল ম্যানাফোর্ট।

উল্লেখ্য জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্ট প্রসিকিউটরদের কাছে মিথ্যা বলেছিলেন। পল ম্যানাফোর্ট ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক জানিয়েছেন, মার্কিন বিচারপতি রবার্ট মুলারের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন পল ম্যানাফোর্ট।

২০১৬ সালে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউক্রেনের সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে অর্থ দেয়ার সমালোচনার মুখে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কার্যক্রমের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল পল ম্যানাফোর্টকে। ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিলে বলে অভিযোগ রয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান