যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে চীন

ই-বার্তা ডেস্ক।।  পণ্য আমদানিতে একের পর এক শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে চীন। বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে এই মামলা দায়ের করেছে দেশটি। 

গতকাল বিষয়টি নিশ্চিত করেছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়। 

রবিবার যুক্তরাষ্ট্র বিভিন্ন চীনা পণ্যে ১৫ ভাগ শুল্ক আরোপ করে এবং চীন মার্কিন অশোধিত তেলে শুল্ক আরোপের ঘোষণা দেয়। বেইজিং শুল্ক মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তবে দেশটি জানিয়েছে, মার্কিন শুল্ক বৃদ্ধিতে তাদের ৩০০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি জাপানের ওসাকায় দুই দেশের নেতাদের মধ্যে বাণিজ্য নিয়ে একটি বৈঠক হয়। সেখানে দুই দেশই সমঝোতায় সম্মত হয়।  কিন্তু সেই সমঝোতাকে লংঘন করে নতুন করে শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র।

তাই চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী আইনি লড়াই চালিয়ে যাবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু