লিভারপুল বাঁধা টপকাতে রাতে মাঠে নামছে বার্সা

ই-বার্তা ডেস্ক।।  চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা সেমিফাইনালে আজ রাতে নিজেদের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে।  বার্সা ফরোয়ার্ড ফিলিপে কোতিনহো তার সাবেক দলের মুখোমুখি হবার আগে সাবধানী শুরুর কথা জানান। 

মৌসুমের শুরুতে অধিনায়কের দায়িত্ব পাবার পর লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন সমর্থকদের।  গেল বছর ঘরোয়া প্রতিযোগিতায় দারুণ খেললেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল কাতালান ক্লাবটিকে। 

ইংলিশ দলগুলোর বিপক্ষে ইতিহাস ভালো হলেও লিভারপুলের সঙ্গে মুখোমুখির ইতিহাস খুব একটা সুখকর নয় বার্সার। প্রতিযোগিতামূলক ম্যাচে আটবার লিভারপুলের মুখোমুখি হয়ে তিন হারের বিপরীতে জয়ের দেখা পেয়েছে মোটে দুটিতে। 

প্রথমবারের মতো নিজের সাবেক দল লিভারপুলের মুখোমুখি হতে যাচ্ছেন বার্সা ফরোয়ার্ড কোতিনহো।  তাই ম্যাচের আগে ক্লাবের ওয়েবসাইটে ব্রাজিলীয় এ খেলোয়াড় বলেন, ‘তারা দারুণ এক দল।  মানসিকভাবে দারুণ শক্তিশালী তারা। পুরো মৌসুমজুড়েই তাদের খেলা অনুসরণ করেছি আমি। আক্রমণভাগে তারা অসাধারণ, রক্ষণভাগেও।  এ ম্যাচে তাই আমাদের সাবধানী হতে হবে।’  

কোতিনহো আরো বলেন, ‘তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। শুধু আক্রমণভাগের খেলোয়াড়দের উপরই নির্ভরশীল নয় তারা।  তাদের ভালো গুণসম্পন্ন ডিফেন্ডার ও মিডফিল্ডার আছে; যারা কঠোর পরিশ্রম করে এবং দলের জন্য গোলের সুযোগ সৃষ্টি করে।  পুরো দলকে নিয়েই আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের কাজটা সাম্প্রতিক সময়ে যেভাবে করেছি, সেভাবেই করে যেতে হবে।’

লিভারপুলের সাবেক তারকা লুইস সুয়ারেজ বলেন, ‘লিভারপুলের খেলার ধরনটা দর্শকদের চমকে দিতে পারে।  রক্ষণ থেকে খেলা গুছিয়ে আক্রমণে ওঠে এবং তাদের ভালো মানের কিছু মিডফিল্ডার আছে যারা স্ট্রাইকারদের বল যোগান দিতে পারে। তাদের খেলার ধরন অনেকটা আমাদের মতোই। আমার মনে হয় না তেমন কোনো পার্থক্য আছে দুই দলে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু