দিল্লিতে গ্যাস লিক হয়ে দেড়শো স্কুল শিক্ষার্থী অসুস্থ


ই-বার্তা প্রকাশিত: ৬ই মে ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৪৭ এশিয়া

ই-বার্তা ডেস্ক।। ভারতের রাজধানী দিল্লিতে গ্যাসের একটি কন্টেইনার ডিপো থেকে গ্যাস লিক হয়ে প্রায় দেড়শো স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দক্ষিণ দিল্লির তুঘলাকাবাদ এলাকার রেলওয়ে কলোনির স্কুলে আজ সকাল সাড়ে সাতটায় এই ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলের ভাইস-প্রিন্সিপাল বার্তা সংস্থা এএনআই-কে জানায়, কিছু শিক্ষার্থী প্রথমে জানায়, তাদের চোখে ও গলায় জ্বালাপোড়া হচ্ছে। সাথে সাথেই পুরো স্কুল খালি করে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের নেয়া হয়েছে পাশ্ববর্তী তিনটি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েকজন অভিভাবক এসে তাদের সন্তানদের বাসায় নিয়ে গেছেন।

দিল্লির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই সেখানে সাতটি দল পাঠানো হয়েছে। গ্যাস লিকের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এছাড়া ন্যাশনাল ডিজেসটার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল ঘটনাস্থলে গিয়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ