কিম জং উনকে হত্যার ষড়যন্ত্র করছে সিআইএ


ই-বার্তা প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার  | সকাল ১১:৩৬ এশিয়া

ই-বার্তা প্রতিবেদক।। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার জন্য নানা রকমের ষড়যন্ত্র করেছে বলে উত্তর কোরিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে আশংকা প্রকাশ করছে।

রাজধানী পিয়ংইয়ংয়ে সরকারি কোনো অনুষ্ঠানে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের মধ্যে ‘বায়োকেমিক্যাল ও বিষাক্ত উপাদান’ ব্যবহারের মতো বিষয় রয়েছে।

উত্তর কোরিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। সিআইএ মনে করছে বিষক্রিয়া বা তেজস্ক্রিয়তার মাধ্যমে হত্যার পদ্ধতি হলো শ্রেষ্ঠ। এতে সশরীরে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর ঝামেলা নেই।

উত্তর কোরিয়ার মন্ত্রণালয় ওই বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কিম জং উনকে হত্যার এ ষড়যন্ত্র পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণার শামিল।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ