‘শিল্পী মানে সবার’: এ আর রহমান


ই-বার্তা প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:৩৪ সংগীত


ই-বার্তা প্রতিবেদক।। ‘শিল্পী মানে সবার। একজন শিল্পীর কোন দেওয়াল থাকা উচিৎ নয়। তার বিচরণ হবে সর্বত্র’এমনটাই মনে করেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। কেবল ভারতীয় উপমহাদেশেরই নয়, বিশ্ব সংগীতের উজ্জ্বল ব্যক্তিত্ব ও সংগীত পরিচালক

সংগীত পরিচালকের পাশাপাশি সম্প্রতি এ আর রহমানের অভিষেক হয়েছে বিশ্বের প্রথম ‘সিনেমাটিক ভার্চুয়াল রিয়্যালিটি ন্যারেটিভ’ ছবির পরিচালক হিসেবে। ব্যক্তিগত জীবনে গভীর আদর্শ মেনে চলার চেষ্টা করেন তিনি। আর সেই আদর্শগত জায়গা থেকেই এই কাজটি করেছেন বলে জানিয়েছেন তিনি।

ইতিহাস প্রসিদ্ধ রোম নগরীকে ঘিরেই এ গল্পের প্রেক্ষাপট। সে নগরীরই জুলিয়েট নামের এক এতিমের নিত্যদিনের যাত্রাকে নিয়েই ছবির এ গল্প। অনেক বাঁধা শর্তেও জুলিয়েটের স্বপ্ন একজন ভালো মিউজিশিয়ান হওয়া। পুরো গল্পটির চিত্রনাট্য লিখেছেন এ আর রহমান। এতে অভিনয় করেছেন নোরা আরনেজেদার, গাই বারনেটসহ আরও অনেকেই।

সর্বশেষ সংবাদ

সংগীত এর আরও সংবাদ