গোপন মিশন শেষে ফিরল মার্কিন মহাকাশযান এক্স-৩৭বি


ই-বার্তা প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার  | সকাল ১১:৩৪ আমেরিকা

ই-বার্তা ডেস্ক।। দু’বছরের বেশি মহাকাশে গোপন অভিযান শেষে মার্কিন মহাকাশ সংস্থা নাসার, কেনেডি মহাকাশ কেন্দ্রে মার্কিন মহাকাশযান খেয়া এক্স-৩৭বি অরবিটাল টেস্ট ভেহিক্যাল বা ওটিভি আমেরিকায় ফিরে এসেছে। একটি গোপন অভিযান শেষে এটি নেমেছে বলে টুইটার বার্তায় জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।

১৯৯৯ সালে এ প্রকল্প শুরু হলেও ২০০৪ সালে একে গোপন কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়।এ নিয়ে চতুর্থ দফা গোপন মিশন পরিচালনা করল এ মহাকাশ খেয়া। ২০১০ সাল থেকে কক্ষপথে গোপন মিশন শুরু করে এটি। তবে এসব মিশনের প্রকৃতি সম্পর্কে কোনো আভাষ দেয়া হয়নি।

অবশ্য, বিশেষজ্ঞরা বলছেন, এক্স-৩৭কে নতুন প্রযুক্তির পরীক্ষা এবং গোয়েন্দা
উপগ্রহ স্থাপনের কাজে লাগানো সম্ভব। এ সব কৃত্রিম উপগ্রহ অস্ত্র সজ্জিতও হতে পারে। অবশ্য পেন্টাগন দাবি করছে, অস্ত্রসহ কৃত্রিম উপগ্রহ স্থাপনের কোনো পরিকল্পনায় এক্স-৩৭ জড়িত নয়।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ