বোমার নাম রাখতে ‘মা’ শব্দ ব্যবহার কঠোর সমালোচনা পোপের


ই-বার্তা প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার  | সকাল ১১:১৭ আমেরিকা

ই-বার্তা প্রতিবেদক।। মার্কিন সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমার নাম রাখতে ‘মা’ শব্দ ব্যবহার করার কঠোর সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রাঁন্সিস।

ছাত্রদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কথিত ‘সকল বোমার মা’ হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডনেন্স এয়ার ব্ল্যাস্ট বা এমওএবি বোমার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ বোমাকে মোয়্যাবও বলা হয়।

তিনি বলেন, এ বোমার নাম শুনে খুব লজ্জা পেয়েছি। মা জীবন দেন আর এ বোমা মৃত্যু ডেকে আনে। অথচ এ বোমার নামে ‘মা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। পোপ প্রশ্ন করেন কি হচ্ছে বলুন তো?

চলতি মাসের ১৩ তারিখে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এ বোমা ফেলা হয়েছিল। দায়েশ অবস্থানের ওপর এ বোমা ফেলা হয় বলে দাবি করেছিল আমেরিকা। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানান হয়েছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ