টেস্ট ছাড়ছেন আমির !


ই-বার্তা প্রকাশিত: ১০ই মে ২০১৭, বুধবার  | দুপুর ০২:০২ ক্রিকেট

ই-বার্তা।।সীমিত ওভারের ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট ক্রিকেটই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ আমির!

পাকিস্তানের একটি পত্রিকা জানিয়েছে, নিজের টেস্ট-ভবিষ্যৎ নিয়ে আমির বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে আলোচনা করেছেন। তাদের বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো করতে দরকার শারীরিক ফিটনেস, প্রচণ্ড সহ্য ক্ষমতা। এর অভাব দেখছেন আমির। এর বদলে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিলে তাঁর ও দল উভয়ের জন্যই ভালো বলে মনে করছেন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এবারের ক্যারিবীয় সফরেই টেস্ট ম্যাচে সেরা সাফল্যটা পেয়েছেন আমির। প্রথম দুই টেস্টে পেয়েছেন ১১ উইকেট। তার পরও সন্তুষ্ট নন। প্রত্যাশামতো খেলতে পারছেন না বলেই ধারণা করা হচ্ছে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি।

সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন আমিরের বোলিংয়ে উন্নতির যথেষ্ট জায়গা এখনো রয়ে গেছে। রেকর্ডও বলছে, আমির ঠিক টেস্টে শুরুর প্রত্যাশার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। এর মধ্যে তো দীর্ঘ নির্বাসনেও কেটেছে তাঁর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ