কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার সিধান্ত যুক্তরাষ্ট্রের


ই-বার্তা প্রকাশিত: ১০ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০৮ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরে সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে কুর্দিদের অস্ত্র দেওয়ার সিধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প অনুমদোন দেওয়ার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

কুর্দি এবং আরব যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এখন তারবা শহর আইএসের দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে। এই উদ্যোগে আইএসের শক্ত ঘাঁটি রাকা পুনর্দখল সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। কুর্দি যোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী বলে মনে করে আঙ্কারা। এ কারণেই সিরিয়ায় কুর্দিদের এলাকা দখল যেকোন মূল্যে প্রতিহত করতে চায় দেশটি।

তুরস্কের অসন্তোষ উপেক্ষা করে এই পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন।তবে আইএস দমনে কুর্দি যোদ্ধাদের গুরুত্বপূর্ণ মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ