‘ভিশন টোয়েন্টি থার্টি’ জাতির সামনে তুলে ধরবেন খালেদা জিয়া


ই-বার্তা প্রকাশিত: ১০ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৩:২৯ রাজনীতি

ই-বার্তা।। আগামী নির্বাচনে বিজয়ী হলে কীভাবে দেশ পরিচালিত হবে সে বিষয়ে ভিশন টোয়েন্টি থার্টি তৈরি করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এটি জাতির সামনে তুলে ধরবেন। বিভিন্ন খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা থাকবে ভিশন টোয়েন্টি থার্টিতে।

গত বছর দলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে ভিশন টুয়েন্টি থার্টি’র প্রাথমিক ধারণা দিয়েছিলেন বেগম জিয়া। বিগত এক বছরের গবেষণায় বিষয়টিকে একটি সুনির্দিষ্ট রূপকল্পে রূপান্তর করেছে দলটি।
বিএনপি ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করতে চায়, সংসদীয় ব্যবস্থা কেমন হবে, এসব বিষয়ে ভিশন টুয়েন্টি-থার্টিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছে দলের নির্ভরযোগ্য সূত্র।

বিএনপি নেতারা বলছেন, তাদের রূপরেখায় থাকছে বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। নির্বাচন পরবর্তী ১০ বছরে দেশ কোন পথে পরিচালিত হবে সে বিষয়ে ধারণা দেয়া হবে ভিশন টোয়েন্টি থার্টিতে।

এই রূপকল্প অনুসারে, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যতে সৃজনশীল ইতিবাচক ও ভবিষ্যতমুখী এক নতুন ধারার সরকার ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ