ট্রাম্প প্রশাসনের সকল কর্মকর্তা যথেষ্ট কর্মঠ ঃ সের্গেই ল্যাভরভ


ই-বার্তা প্রকাশিত: ১২ই মে ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:৩৪ আমেরিকা

ই-বার্তা।। ট্রাম্প প্রশাসনের সকল কর্মকর্তা যথেষ্ট কর্মঠ এবং আলোচনার মাধ্যমে যেকোনো ধরনের সংকট সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আলোচনার মাধ্যমেই দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যার পাশাপাশি চলমান বৈশ্বিক সংকটের সমাধান করা হবে বলেও জানান ল্যাভরভ। এসময় তিনি আরও বলেন, ওবামা প্রশাসন কখনোই নিজস্ব মতাদর্শের বাইরে গিয়ে কোন ধরনের সমঝোতায় সম্মত না হলেও, বর্তমান ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা।

ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। যে বিষয়টি ইতিবাচক তা হলো, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র - দুই দেশের প্রেসিডেন্টই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজে বের করতে আগ্রহী। কেবলমাত্র নিজস্ব মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ না থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যেকোনো চুক্তিতে পৌঁছাতে বর্তমান মার্কিন প্রশাসন আগ্রহী।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ