তুরস্কে পর্যটকবাহী বাস খাদে নিহত ২৪


ই-বার্তা প্রকাশিত: ১৪ই মে ২০১৭, রবিবার  | সকাল ১১:৩৬ এশিয়া

ই-বার্তা ডেস্ক।। তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। পর্যটক নারী ও শিশুদের বহনকারী একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে পাহাড়ের গিরিখাদে অবস্থিত আরেকটি রাস্তার উপর পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলেই ১৭জন নিহত হন। হাসপাতালে ভর্তির পর আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

মুগলার প্রদেশের গভর্নর আমির শিয়েক জানান, বাসটি ৪০ জন যাত্রী বহন করছিল। যাত্রীদের বেশিরভাগই নারী। যাদের মধ্যে সবাই স্থানীয় পর্যটক। ওই বাসে বিদেশী কোনো পর্যটক ছিলেন না।

তিনি আরও জানান, দুর্ঘটনাটি ঘটে একটি পাহাড়ি রাস্তায় এবং ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বেড়া ভেঙে নিচু একটি খাদে গিয়ে পড়ে। বাসটির নিয়ন্ত্রণ ব্যবস্থা (ব্রেক) নষ্ট হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

মারমারিসের মেয়র আলী আকার বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি ড্রাইভারের ব্যর্থতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

চীন সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ