নগর অ্যাপ ব্যাবহার করার আহ্বান মেয়র আনিসুল হকের


ই-বার্তা প্রকাশিত: ১৫ই মে ২০১৭, সোমবার  | সকাল ১১:৩৫ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। নগর অ্যাপ ব্যবহার করে যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া বা অভিযোগ জানানোর জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়ার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমে সকলের অংশগ্রহণ আশা করছেন তিনি। রবিবার ডিএনসিরি নিজস্ব দুটি ফেসবুক পেজে রাত ৮টা থেকে প্রায় দশটা পর্যন্ত ফেসবুক লাইভে থেকে নগরবাসীর প্রশ্নের উত্তর দেন মেয়র।

মেয়র বলেন, নগর অ্যাপে আপনারা কমপ্লেইন করলে তা আমার কাছে চলে আসবে এবং আমি ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। চাইলে ছবিও তুলে আমাদের কাছে পাঠিয়ে দিন। জরুরি অবস্থায় অ্যাপসে ঢোকার পর ইমারজেন্সি নামক বাটনের সঠিক অপশনে তিন সেকেন্ড প্রেস করে রাখলে জিপিএসের মাধ্যমে যে কারোর স্থান বের করে জানাবে বলেও জানান আনিসুল।

এই অ্যাপসের আরো সুবিধার কথা বলতে গিয়ে তিনি জানান, নিজের স্থান ট্র্যাক করা ছাড়াও আরও তিনটি অপশন আসবে এই অ্যাপে যেখানে একজন চাইলে তার পরিবার, বন্ধু এবং নিজের অবস্থানের মানচিত্র পেয়ে যাবেন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ