২০১৯ সালের সংসদ নির্বাচনে লড়তে চান শাকিল খান


ই-বার্তা প্রকাশিত: ১৫ই মে ২০১৭, সোমবার  | রাত ০৮:২০ অন্যান্য

ই-বার্তা ।। ১৯৯৭ সালে আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আভির্ভাব ঘটে চিত্রনায়ক শাকিল খানের। এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ছিলেন এই চিত্রনায়ক। কিন্তু মাঝখানে চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকে গেলে হঠাৎই বিদায় নেন এই তারকা অভিনেতা।

চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও দেখা মেলে না তার।সর্বশেষ এই অভিনেতাকে দেখা গিয়েছিল ৫ মে (শুক্রবার) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। সেখানে তিনি ভোট দিতে এসেছিলেন।বর্তমানে তিনি ব্যবসার কাজে নিয়োজিত আছেন। ২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।এই নির্বাচনে এমপি (মেম্বার অব পার্লামেন্ট) পদে নির্বাচনে অংশ নেবেন তিনি।শাকিল খান বলেন, আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই ।সুযোগ পেলেই, কারও জন্য কিছু করার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আমার অনেক দিনের।সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব আমি।আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। তবে কোন আসন থেকে প্রার্থী হব সে বিষয়ে এখনই কিছু জানাতে চাচ্ছি না। সময় হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ঘোষণা দেব।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ