যোগ-বিয়োগ হতে পারে বিএনপির ভিশন-২০৩০ এ- ফকরুল


ই-বার্তা প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৪:২১ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক।। রাষ্ট্রপরিচালনায় দেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন-২০৩০ এ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেসব বিষয়ের উল্লেখ করেছেন, তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে অনেক কিছু যোগ-বিয়োগ হতে পারে বলেছেন তিনি।

২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুল মতিনের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপির ভিশন-২০৩০ এ যা বলা হয়েছে, তাই যে হবে- এটা কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেননি। আলোচনার মাধ্যমে এই ভিশনের সংযোজন বিয়োজন করা হবে”।

১০ মে খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে। এই ভিশনকে আওয়ামী লীগ ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর নকল বলে আখ্যায়িত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগের নেতারা কুতর্ক করছে এবং ভিশন নিয়ে বিভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন বলে দাবি করেন ফখরুল।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ