আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বললেন মির্জা ফকরুল


ই-বার্তা প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৩৫ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক।। “দেশকে, জাতিকে ভুল পথে প্রতিষ্ঠা করার সরকারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে বন্ধ করতে হবে। সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে হবে। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে”-বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সেইসাথে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুল মতিনের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হলে এ দেশে নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, “দেশে এখনো একদলীয় সরকারের অধীনে নির্বাচনের অবস্থার সৃষ্টি হয়নি। এই কারণেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে”।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ