মক্কা মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ১৮ই মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:০৯ রাজধানী

ই-বার্তা ।। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।

আসন্ন আরব ইসলামিক আমেরিকান সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এসময় তিনি বলেন, মক্কা মদিনা আক্রান্ত হলে সেক্ষেত্রে সৌদি আরবকে সহায়তায় সৈন্য পাঠাবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখবেন বলে আশা করা যায়।

তিনি আরো বলেন, যদি মক্কা মদিনার কখনও তাদের প্রতি কোনো হুমকি আসে। এতে যদি সৌদি আরব যদি আমাদের কাছে সহযোগীতা চাই। তাহলে অবশ্যই আমরা সহযোগীতা করবো।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ