জম্মু-কাশ্মিরে রেড অ্যালার্ট জারি


ই-বার্তা প্রকাশিত: ২৬শে মার্চ ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৭:৩০ এশিয়া

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্দেহভাজন গেরিলারা মাওলানা সাইয়্যেদ আতাহার দেহলবির নিরাপত্তা রক্ষী পুলিশকর্মী মুহাম্মদ হানিফের কাছ থেকে একে ৪৭ রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে গেছে।
শনিবার রাতে হামলাকারীরা প্রথমে ওই নিরাপত্তা রক্ষীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এবং পরে হকিস্টিক দিয়ে তাকে মারধর করে তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় জম্মু শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আহত পুলিশ কর্মীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের সন্দেহ অপরাধীদের সঙ্গে সন্ত্রাসীদের সংযোগ থাকতে পারে।
সন্দেহভাজন গেরিলারা জম্মুর ডোগরা চকে মন্দির-মসজিদ পয়েন্টের কাছে ওই নিরাপত্তা রক্ষীর উপরে হামলা চালায়। ওই ঘটনায় পুলিশ মাসুদ আহমেদ মালিক এবং শাহীদ নামে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু খোয়া যাওয়া রাইফেল এখনো উদ্ধার হয়নি।
সূত্র : পার্স টুডে

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ