প্রথম ইসরাইলি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত


ই-বার্তা প্রকাশিত: ২৫শে মার্চ ২০১৭, শনিবার  | রাত ০৯:৪২ এশিয়া


ভারতীয় নৌবাহিনী বিমানবাহী রণতরী থেকে এই প্রথমবারের মতো ইসরাইলের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইসরাইলে তৈরি বারাক-৮ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতীয় বিমানবাহী রণতরী বিক্রমাদিত্যতে স্থাপন করা হয়েছে। বিক্রমাদিত্য থেকে নিচু দিয়ে উড়ে আসা একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বারাক ৮ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সঠিক ভাবে আঘাত হানতে এবং তা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে।
এ পরীক্ষা আরব সাগরে চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। তিনটি ফুটবল মাঠের সমান প্রস্থের ভারতীয় রণতরী বিভিন্ন ধরণের ৩০টি বিমান বহন করতে পারে। রুশ সাবেক যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশেখকভকে রদবদল করে ভারতীয় বিমানবাহী এটিকে রণতরীতে রূপান্তরিত করেছে।
সূত্র/পার্স টুডে

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ