লোডশেডিংয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৫২ ঢাকা বিভাগ

ই-বার্তা ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্যবসায়ীরা ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন
সোমবার বেলা ১১টার দিকে ভাঙ্গা বাজার টিনপট্টি রোডে মিছিল করেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভাঙ্গায় প্রতিদিন প্রায় ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গরমে শিশু, বৃদ্ধসহ সকলেরই অসহ্য কষ্ট করতে হচ্ছে। এছাড়া বিদ্যুতের লো-ভোল্টজের কারণে টিভি, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে।

ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু জাফর মুন্সী বলেন,লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সুফল পাইনি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

ভাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম জানান, ভাঙ্গায় কোথাও মিছিল হয়েছে কিনা আমি জানি না। তবে সোমবার সকাল থেকে ভাঙ্গায় পর্যাপ্ত বিদ্যুৎ পেয়েছি। ৪-৫ দিনের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ