অভিযান কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছেনা : ফখরুল


ই-বার্তা প্রকাশিত: ২৬শে মার্চ ২০১৭, রবিবার  | রাত ১০:২৬ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক : সিলেটের আতিয়া মহলে অব্যাহত অভিযান কখন শেষ হবে সেটি এখনই বলা যাচ্ছেনা বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল হাসান । আজ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ফখরুল বলেন, এখনো অভিযান শেষ হয়নি। এটি চলমান। অভিযান কখন শেষ হবে সেটিও বলা সম্ভব নয়। ভেতরে যে কয়েকজন জঙ্গি আছে, তাদের জীবিত ধরতে চান তারা ।




ফখরুল জানান বাড়িটির অবস্থানগত কারণে অভিযান চালাতে কিছুটা বাধার মুখে পড়েছিলো সেনাবাহিনী । তারা ধারণা করছেন বাড়িটির দেয়ালে উচ্চক্ষমতার বিস্ফোরক বাধা আছে। জঙ্গিদের যে দুজন নিহত হয়েছে তাদের একজন আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছেন। ভেতরে থাকা সবার গায়ে এই আত্মঘাতী বেল্ট বাঁধা থাকতে পারে বলে তাদের ধারণা । তিনি আরো বলেন প্রাথমিক লক্ষ্য ছিল বাড়ির ভেতরে আটকে পড়া মানুষকে উদ্ধার করা । জঙ্গিরা ভেবেছিল কমান্ডোরা সামনের দিক দিয়ে বাড়িতে ঢুকবেন। কিন্তু তারা ছাদ দিয়ে বাড়িতে ঢুকায় জঙ্গিরা বুঝতে পারেনি।তাই ৭৮ জনকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ