‘বিএনপি-জামায়াত বুঝিয়ে দিল তারা বাংলার জনগণের সাথে নাই’


ই-বার্তা প্রকাশিত: ২৭শে মার্চ ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৭:৪০ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক : বিএনপি-জামায়াত পাকিস্তানের সঙ্গে আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত বুঝিয়ে দিল তারা বাংলার জনগণের সাথে নাই, তারা আছে আলবদর, আলশাসম, রাজাকার, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে।’ স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার রাজধানীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।





যারা যুদ্ধাপরাধীদেরকে পুরস্কৃত করে এবং গণহত্যা দিবস পালন করে না তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এদের চরিত্র এখন স্পষ্ট। জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়া। আর যুদ্ধাপরাধীরা তো মন্ত্রী, উপদেষ্টা হয়েছে। খুনিদেরকে খালেদা জিয়া পার্লামেন্টে বসিয়েছিল।’
শেখ হাসিনা বলেন স্বাধীনতায় বিশ্বাস করলে বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধে নির্যাতিত মানুষের পাশে থাকতো, যারা হত্যার শিকার হয়েছে তাদের পাশে থাকতো। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন না করে বিএনপি পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের পক্ষে দাঁড়িয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ