গনভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্য নিহত


ই-বার্তা প্রকাশিত: ২৭শে মে ২০১৭, শনিবার  | দুপুর ০২:৪০ রাজধানী

ই-বার্তা ।। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে নিরাপত্তা দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন- এসপিবিএন এর সদস্য।

শুক্রবার রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) সদস্য নায়েক আতিকুর রহমান (২৮)। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। ঠিক কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ব্যাটালিয়ন দুই এর কমান্ডিং অফিসার ইকবাল হোসেন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ