কালিকাপ্রসাদের স্মৃতিচারণায় নচিকেতা


ই-বার্তা প্রকাশিত: ২৮শে মার্চ ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:০৪ সংগীত

ই-বার্তা প্রতিবেদক : কলকাতার প্রয়াত সংগীত শিল্পী কালিকাপ্রসাদের স্মৃতিচারণা করলেন নচিকেতা চক্রবর্তী। সদ্য প্রকাশিত হওয়া বিসর্জন ছবির গান ‘এই কূল আর ওই কূল’ মুক্তির পর স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন মূলত কালিকাপ্রসাদের কাছ থেকেই লোকসঙ্গীত করার উৎসাহ পেয়েছেন। কালিকাপ্রসাদ গুয়াহাটির প্রত্যন্ত গ্রাম থেকে খুঁজে বার করেন পছন্দের লোকগীতি। গাইবার জন্য বেছে নেন নচিকেতাকে।
প্রয়াত এই গুণী শিল্পী ভিন্ন এক ধারা তৈরি করেছিলেন কলকাতার সঙ্গীতে। দোহার ব্যান্ডের হয়ে মাতিয়েছেন স্টেজ । গেয়েছেন বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে। সবার প্রিয় এই শিল্পী হঠাৎ দলছুট হন গত ৭ মার্চ।

সর্বশেষ সংবাদ

সংগীত এর আরও সংবাদ