চট্টগ্রামে যানজট নিরসনে বিশেষ ট্রাফিক পুলিশ


ই-বার্তা প্রকাশিত: ২৮শে মে ২০১৭, রবিবার  | বিকাল ০৪:১৭ চট্টগ্রাম

ই-বার্তা।। রমজান মাসে যানজট নিরসনে চট্টগ্রাম মহানগরীর ৫৮টি স্পটে বিশেষ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ২৮ মে রবিবার সকাল থেকে এই ট্রাফিক পুলিশ মোতায়েন করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, উত্তর ও বন্দর জোনে বিভক্ত নগরীর ট্রাফিক বিভাগ। বিভাগের ১৬ থানার ৫৮টি ¯পটে দুই জোনের মধ্যে ট্রাফিকের ডিসি, এডিসি, এসি ছাড়াও ১৬ জন টিআই, ১১৬ জন সার্জেন্ট, এএসআই, এটিএসআই, কনস্টেবলসহ মোট ৮৮৩ জন দায়িত্বপালন করবেন। তাছাড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থাকবেন পাঁচ জন।

চট্টগ্রামের ডিসি ট্রাফিক (উত্তর) মো. সুজায়েত ইসলাম বলেন, আজ রবিবার থেকে মাসব্যাপী রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম উত্তর জোনসহ নগরীতে ট্রাফিক যানজট মুক্ত রাখার জন্য ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। সকাল থেকে থানাসহ বিভিন্ন ¯পটে টিআই, সার্জেন্টসহ ট্রাফিক বিভাগের দায়িত্বশীলরা মাঠে নেমেছে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ