আবার ক্ষেপণাস্ত্র পরিক্ষা উত্তর কোরিয়ার ক্ষুব্ধ জাপান


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | বিকাল ০৩:০৩ এশিয়া

ই-বার্তা ডেস্ক ।। উত্তর কোরিয়া সোমবার আরেকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। স্কাড শ্রেণির ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার আকাশে ওড়ার পর জাপান সাগরে গিয়ে পড়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাপান। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন এবং আকাশ ও সমুদ্র সীমার জন্য ক্ষতিকর বলে অভিযোগ করে জাপান।
এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হুঁশিয়ার উচ্চারন করে বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার উঁচুতে উঠেছিল। এ ছাড়া, উত্তর কোরিয়া আজ একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকতে পারে বলেও সিউল জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ