মাঝারি বাজেটের ডেল ইন্সপিরন ১৫-৫৫৬৭ সিরিজের ল্যাপটপ


ই-বার্তা প্রকাশিত: ৩রা জুন ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:২৫ অন্যান্য


ই-বার্তা প্রতিবেদক।। ল্যাপটপ কেনার সময় পছন্দেরটি কিনতে গিয়ে প্রায়ই ধাঁধায় পড়তে হয়। আর মূল্যে যদি হয় ৫০ থেকে ৬৫ হাজার টাকার মধ্য্য।তাই মাঝারি বাজেটের ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য একটি মডেলের বিস্তারিত নিয়ে এ রিভিউ।

প্রযুক্তি ও সময়ের সঙ্গে তাল মেলাতে প্রায়ই নতুন মডেল বাজারে আনছে ডেল।এ কারণে একটি মডেলের অনেক কিছু জানার আছে।

এক নজরে ডেল ইন্সপিরন ১৫ ৫০০০ সিরিজ ২০১৬ (১৫-৫৫৬৭)
• ৭ম জেনারেশন কোর আই ৫ ৭২০০ইউ প্রসেসর ( ২.৫ গিগাহার্জ, ৩ .১ গিগাহার্জ টার্বো, ডুয়াল – কোর, ৪ থ্রেড)
• ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে (১৯২০x১০৮০ পিক্সেল)
• ৪ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম
• এএমডি রেডিওন আর৭ এম৪৪৫ জিপিউ, ২ গিগাবাইট ডেডিকেটেড মেমরি (জিডিডিআর ৫)
• ডিভিডি রম
• ৩ সেল ব্যাটারি, ৪ ঘন্টা ব্যাকাপ
• ল্যান, ওয়াই-ফাই, ব্লুটুথ কানেক্টিভিটি
• ১ টেরাবাইট হার্ড ডিস্ক অথবা ২৫৬ গিগাবাইট এসএসডি
ডিজাইন
গ্লসি প্লাস্টিকে তৈরি ল্যাপটপটি দেখতে তেমন অসাধারণ না হলেও, মূল্যের সঙ্গে মানানসই মানের প্লাস্টিকের কারণে ব্যবহারকারীদের কোনও সমস্যা হবে না। ডান পাশে রয়েছে একটি ইউএসবি ২ পোর্ট, কার্ড রিডার ও ডিভিডি ড্রাইভ। এটির সামনে ও পেছনে কোনও পোর্ট নেই।
বাম পাশে রয়েছে দুটি ইউএসবি ৩ পোর্ট, চার্জিং পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ল্যান পোর্ট ও হেডফোন-মাইক্রোফোন কম্বো জ্যাক।
কিবোর্ডের ডান পাশের ওপরের অংশে রয়েছে পাওয়ার বাটন।


সিপিউ : কোর আই-৫ সিপিউগুলো মূলত দৈনন্দিন সকল কাজের জন্য তৈরি করা হয়ে থাকে। এ ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। তবে ইন্টেল বিগত কয়েক বছর ধরেই প্রসেসিং ক্ষমতার দিকে তেমন নজর না দিয়ে, শুধু ব্যাটারি ব্যবহার কমানোর জন্য গবেষণা করছে।
এ কারণে চতুর্থ প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ ব্যবহারকারীদের আপগ্রেড করার প্রয়োজন একেবারেই নেই।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ