ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা জুন ২০১৭, রবিবার  | বিকাল ০৩:০৪ ক্রিকেট

ই-বার্তা।। ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান মানে নতুন এক উত্তেজনা। চরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের কেউ চুল পরিমাণ ছাড় দিতে রাজি না। রাজনৈতিক বৈরীতার কারণে আইসিসির বড় টুর্নামেন্ট ছাড়া দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্য খেলা দেখতে পায়নি বিশ্ববাসী। ক্রিকেট প্রেমিদের অপেক্ষার শেষে আজ রবিবার বিকাল ৩:৩০ মিনিটে চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান।

ওয়ানডে লড়াইয়ের ইতিহাসে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১২৭টি ওয়ানডেতে। এতে পাকিস্তান ৭২টি জয়ের পাশাপাশি ভারতের জয় ৫১টি ম্যাচে।

তবে আইসিসির বড় আসরগুলোতে আধিপত্য ভারতেরই। ভারতের বিপক্ষে বিশ্বকাপে কখনোই জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ছয়বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছে পাঁচবার।

তবে চ্যাম্পিয়নস ট্রফি বলে আশাবাদী হতেই পারে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এর মধ্যে দুবারই জয়ী হয়েছে পাকিস্তান, একবার ভারত।

চতুর্থ লড়াইয়ে পাকিস্তান চাইবে জয়ের ব্যবধানটা বাড়িয়ে নিতে। অন্যদিকে ভারতের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়ে সমতায় ফিরতে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ