১১৬ জন যাত্রী নিয়ে নিখোঁজ বিমান


ই-বার্তা প্রকাশিত: ৮ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:২৪ এশিয়া

ই-বার্তা ।। ১শ ১৬ জন আরোহী নিয়ে মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মায়েক থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে দাবেই এলাকায় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

দেশটির সামরিক বাহিনী জানায়- আন্দামান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় এটি নিখোঁজ হয়। বিমানটির সন্ধানে এরইমধ্যে আন্দামান সাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এতে আরোহীরা মিয়ানমারের উপকূলীয় এলাকায় নিয়োজিত সামরিক বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের পরিবার ও স্বজন বলে জানা গেছে। বিমানটিতে ১শ ৫ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিলো। বিমানটি নিখোঁজের কারণ এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ