ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের পরারষ্ট্রমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৮ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ১০:০৬ এশিয়া


ই-বার্তা প্রতিবেদক।। ইরানের সন্ত্রাসী হামলা উল্লেখ করে ইরানকে ‘সন্ত্রাসের মদদদাতা’বলে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্পের।আর এ বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পরারষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ। তিনি এই বক্তব্যকে আপত্তিকর বলে মন্তব্য করে টুইট করেছেন।

জাবেদ জারিফ বলেন: ‘ডোনাল্ড ট্রাম্প হামলায় নিহতদের জন্য দোয়া করেছেন, আবার পরক্ষণেই তিনি তেহরানের মদদে এবং সন্ত্রাসবাদের কারনে এসব প্রাণ ঝরছে বলে মন্তব্য করেন। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের মতো এমন বন্ধুত্ব প্রত্যাখ্যান করছে। বরং হামলাকারী কথিত আইএস তাদেরই মক্কেল।’

বুধবার তেহরানে ইরানের পার্লামেন্ট ভবন এবং তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় হামলাকারীরাসহ কমপক্ষে ১৩ জন নিহত হয় বলে বিবিসি জানিয়েছে।ওইদিন বেশ কয়েকজন হামলাকারী হঠাৎ করেই একে-৪৭ রাইফেল নিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে গুলি চালাতে শুরু করে। এছাড়া হামলাকারীদের একজন মাজারের বাইরে অবস্থিত ব্যাংকের সামনে

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ