ফাইনালে সবাই ভারত-ইংল্যান্ডকে দেখতে চায়: কোহলি


ই-বার্তা প্রকাশিত: ১৩ই জুন ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:৪৩ ক্রিকেট

ই-বার্তা।। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল শুরু হবে আগামী ১৫ জুন। বলা যাচ্ছে না কোন দুটি দল ফাইনালে যাবে। তবে এইর মধ্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, সবাই ভারত-ইংল্যান্ডের ফাইনালই দেখতে চায়।

সেমিফাইনালে শক্তির দিক থেকে ভারত-ইংলান্ডকে এগিয়ে রাখছে অনেকে। কিন্ত বতর্মান পারফরম্যান্সে বাংলাদেশও পিছিয়ে নেই। নিউজিলান্ডকে হারিয়ে প্রথমবারের মত আইসিসির বড় কোন আসরে সেমিফাইনাল খেলবে টাইগাররা। এদিকে আফ্রিকা ও শ্রীলংকাকে হারিয়ে ইংলান্ড, ভাতর ও বাংলাদেশের সাথে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানেই কোহলি বলেন, সবাই কিন্তু ভারত-ইংল্যান্ড ফাইনালই দেখতে চায়। দুই দলই যদি ভালো খেলে, তাহলে লোকজনের চাওয়াটাই কিন্তু সত্য হবে।

কোহলি ভালো খেলার পূর্বশর্ত হিসেবে দেখিয়েছেন অনুকূল আবহাওয়া। আবহাওয়া ভালো হলে ভালো ক্রিকেট খেলা হবেই, আলো ঝলমলে আবহাওয়া পেলে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এরচেয়ে ভালো আর কিছুই নেই। কারণ সাদা বল এখনও সেভাবে সুইং করেনি। আর মেঘ এসে পড়লেই এখানে খেলার কন্ডিশন কিন্তু পাল্টে যায়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ