৫২ দিন পর দেশে ফিরলেন টাইগাররা


ই-বার্তা প্রকাশিত: ১৭ই জুন ২০১৭, শনিবার  | বিকাল ০৫:২৮ ক্রিকেট

ইবার্তা।।ক্রিকেট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় অর্জন নিয়ে দেশে ফিরেছে টাগাররা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে আজ শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে মাশরাফি বাহিনী।

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে ২৭ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ। সেখানে ৯ দিনের ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় বাংলাদেশ। সিরিজ জিততে না পারলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই নিজেদের দাপটের জানান দেয় টাইগাররা।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১ জুন ইংল্যান্ডের কাছেও হেরে


যায় লাল-সবুজরা। পরে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই শেষ চারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় টাইগারদের। বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় বাংলাদেশ।

৯ জুন নিউজিল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে পয়েন্টের ব্যবধানে শেষ চার নিশ্চিত করে মাশরাফিরা। তাতে আইসিসির কোনও বড় ইভেন্টে এবারই প্রথম সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে এই হারে বড় মঞ্চে নিজেদের ভিন্নভাবেই চিনিয়েছে টাইগাররা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ