ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারে পাকিস্তানের বোলাররা


ই-বার্তা প্রকাশিত: ১৮ই জুন ২০১৭, রবিবার  | দুপুর ০১:১২ ক্রিকেট

ই-বার্তা।। আজ রবিরার আসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩:৩০ মিনিটে। বতার্মান পার্ফমেন্সে দুইদলের যত রকম হিসেব নিকেশ আছে তার সবই ভারতের পক্ষে। দুই দলের একাদশের তুলনা করলে ভারতের শক্তি পাকিস্থানের থেকে কয়েকগুন বেশি। তবে ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারে পাকিস্তানের বোলাররা।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে হারার পর পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছেন মূলত বোলাদের হাত ধরে। শতভাগ ব্যাটিং উপযোগী পরিবেশেও অসাধারণ বোলিংয়ের নিদর্শন রেখেছন জুনায়েদ খান, মোহাম্মদ আমির ও হাসান আলীরা। এবারের


আসরের চার ম্যাচে ১০ উইকেট নিয়ে সবার উপরে হাসান আলী । তিন ম্যাচে সাত উইকেট নিয়ে চর্থুত স্থানে আছেন জুনায়েত খান।
মূলত তাদের বোলিংয়ের উপর পুঁজি করেই প্রতিপক্ষকে আঘাত হানছে পাকিস্তানিরা। প্রথমে দক্ষিণ আফ্রিকা (২১৯), শ্রীলঙ্কা (২৩৬) ও ইংল্যান্ডকে (২১১) রানে অল আউট করে। এই ধারালো বোলিংয়ের বিরুদ্ধে ভারত ছাড়া কোন দল আড়াইশ করতে পারেনি।

ফাইনালে যদি ভারতের ব্যাটিং দুর্গে এই তিন তরুণ আঘাত হানতে পারেন, কোহলির দলকে যদি ২৫০`র কমে বেধে রাখতে পারেন তবে পাকিস্তানের জয়ের সম্ভাবনা থাকবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ