বাবার জন্য ভালোবাসা


ই-বার্তা প্রকাশিত: ১৮ই জুন ২০১৭, রবিবার  | দুপুর ০১:৩৫ দেশ

ই-বার্তা ডেস্ক।। প্রতিটি সন্তানের প্রথম ভালবাসা তাঁর বাবা ও মা। কিন্তু প্রতিটি সন্তানের কাছে সুপার হিরো একজনই। সেই সুপার হিরো কখনো বদলায় না। তিনি হোলেন, বাবা। “আমার বাবা সব পারে”- এরকম বিশ্বাস প্রতিটি সন্তানের। প্রচণ্ড ঝড় আসলো, বাবা তো আছেই, আমাদের কিচ্ছু হবেনা। কোথাও কোন ঝামেলা হোলো, বাবা তো আছেই, সব সামলে নিবে। চলার পথে কোথাও আটকে গেলে, বাবা কে একবার বললেই সব ব্যাবস্থা করে দিবে। এ যেন প্রতিটি সন্তানের মনের কথা। আর বাবারাও এমনই যে, কখনোই সন্তানের এই বিশ্বাস কে ভাঙতে দিবে না। বটবৃক্ষের মতো বিশাল ছায়া দিয়ে জীবনের শেষ দিনটি পর্যন্ত আগলে রাখেন সন্তানদের। সন্তানদেরও সব আবদার যেন বাবার কাছেই।
একটি পরিবারে সন্তানকে ছোট থেকে বড় করার পিছনে মায়ের অবদান অস্বীকার করা যায়না, তেমনি অস্বীকার করা যায়না বাবার ত্যাগ। বিশ্রামহীন ভাবে প্রতিদিন তাঁকে কাজে ছুটতে হয়। তাঁর কাঁধে যে অনেক বড় দায়িত্ব। তাঁর সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। কিন্তু এই সব ক্লান্তি, পরিশ্রম বাবা ভুলে যায়, বাড়ি ফিরে যখন সন্তানের হাসিমুখ দেখে। হুমায়ুন আহমেদ বলেছেন, “পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটিও নেই”।
আজ বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা।

সর্বশেষ সংবাদ

দেশ এর আরও সংবাদ