বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্টে সমীকরণ


ই-বার্তা প্রকাশিত: ২০শে জুন ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৪৫ ক্রিকেট

ই-বার্তা।। ১১ বছর পর টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগস্টের ২৭ তারিখ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।

টেস্ট ক্রিকেটে অস্টেলিয়ার সাথে বাংলাদেশের সমকীরণ খুব ভালো না। এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে হেরেছে প্রতিবার। দুই দলের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্টে পরিসংখ্যান
বাংলাদেশ
মোট ম্যাচ: ৪টি
জয়: ০টি
হার: ৪টি
দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৪২৭
দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৯৭
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: শাহরিয়ার নাফিস-১৩৮
ব্যক্তিগত সর্বোচ্চ রান: হাবিবুল বাশার-২৮২
সর্বোচ্চ উইকেট: মোহাম্মদ রফিক-১১টি

অস্ট্রেলিয়া
মোট ম্যাচ: ৪টি
জয়: চারটি
হার: ০টি
দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৫৮১/৪ডি
দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ২৬৯
ব্যক্তিগত সর্বোচ্চ রান: ড্যারেন লেহম্যান-২৮৭
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: জ্যাসন গিলেসপি-২০১*
সর্বোচ্চ উইকেট: স্টুয়ার্ট ম্যাকগিল-৩৩টি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ