আগামী মাসেই শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ


ই-বার্তা প্রকাশিত: ২১শে জুন ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৪০ রাজধানী

ই-বার্তা ।। আগামী ২৫ জুলাই থেকে হালনাগাদের কাজ শুরু হবে চলবে ৯ আগস্ট পর্যন্ত। ভোটার তালিকা হালনাগাদের এই সময়সূচি ঠিক করেছে নির্বাচন কমিশন

বুধবার দুপুরে রাজধানীর আগারগাওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। জাতীয় নির্বাচনের আগে কর্মপরিকল্পনা ঠিক করতে এরই মধ্যে রোডম্যাপ চূড়ান্ত করেছে কমিশন। তারই অংশ হিসেবে জুলাই মাস থেকে ভোটার তালিকা হালনগাদের কাজ শুরু হবে।

বর্তমান তালিকার সাথে হালনাগাদ তালিকা যুক্ত করেই জাতীয় নির্বাচনের ভোটার সংখ্যা চূড়ান্ত করা হবে। রোডম্যাপ অনুযায়ী পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, সীমানা র্নিধারণ, নির্বাচনী আইন সংস্কারসহ বিভিন্ন বিষয়ে সংলাপ করবে কমিশন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ