নারী ব্লগারের ১০ বছরেরে কারাদণ্ড


ই-বার্তা প্রকাশিত: ৩০শে জুন ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:০০ এশিয়া

ই-বার্তা ।। ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস এবং বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সরকারের সমালোচনা করায় ভিয়েতনামে এক নারী ব্লগারকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

নগুয়েন নগোক নু কুয়েনহ নামে ওই ব্লগার এর আগেও ২০১৬ সালে এবং ২০০৯ সালে গ্রেফতার হয়েছিলেন। ‘মে ন্যাম’ অর্থাৎ ‘মাদার মাশরুম’ ছদ্মনামে ৩৭ বছর বয়সী ব্লগার তার ব্লগে লেখালেখি করতেন নগুয়েন।

ভিয়েতনামে চীনা হস্তক্ষেপের বিরোধিতা করে নিজের স্পষ্টভাষী অবস্থানের কারণে ২০০৯ সালে প্রথম কর্তৃপক্ষের নজরে পড়েন এ ব্লগার। সিঙ্গেল মাদার এ ব্লগারের দুটি সন্তান রয়েছে।

কুয়েনহর আইনজীবী ভো অ্যান ডন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-মধ্যঞ্চলীয় প্রদেশ খান হুয়ার আদালতে একদিনের শুনানিতে বিচারক তার মক্কেলকে ১০ বছরের ওই সাজা দেন।

ফেসবুকের ১৮টি স্ট্যটাস এবং ভয়েজ অব অ্যামেরিকা ও রেডিও ফ্রি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ