গরুর মাংস বহনের দায়ে পিটিয়ে হত্যা


ই-বার্তা প্রকাশিত: ৩০শে জুন ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:৩৪ এশিয়া

ই-বার্তা ।। গরুর মাংস বহন করায় ভারতে আরও একজনকে জীবন দিতে হলো। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রামগর জেলায় গাড়িতে মাংস বহনের অভিযোগে উগ্রবাদী হিন্দুদের গণপিটুনির শিকার হন ৪৫ বছরের একজন মুসলমান।

স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও সেখানেই মারা যান আলিমুদ্দিন আকা আসগর আলি নামের ওই ব্যবসায়ী। তার মারুতি গাড়িটিও পুড়িয়ে দেয় কথিত গো-রক্ষকরা।

মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গো-রক্ষার নামে মানুষ হত্যা বন্ধের নির্দেশের পরপরই এ হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার গরু জবাই করায় এক মুসলমানকে মারধরের পাশাপাশি তার ঘরবাড়ি পুড়িয়ে দেয় কট্টরপন্থীরা। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ভারতে গরু সংক্রান্ত সহিংসতায় ২৫ জন মুসলমানের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ