দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাকচ করল মিশরের আদালত


ই-বার্তা প্রকাশিত: ২রা এপ্রিল ২০১৭, রবিবার  | রাত ১০:২১ মধ্যপ্রাচ্য

সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে মিশরের সুপ্রিম প্রশাসনিক কোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আজ দেশটির জরুরি আদালত তা নাকচ করে দিয়েছে। জানুয়ারি মাসের ১৬ তারিখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সুপ্রিম প্রশাসনিক কোর্টের এখতিয়ারে এ সংক্রান্ত বিষয় পড়ে না বলে জরুরি আদালতের রায়ে বলা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে মিশরের লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘তিরান’ এবং ‘সানাফির’ দ্বীপ দু’টিকে সৌদি আরবের কাছে হস্তান্তর করার বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে মিশর।
গত ৯ এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছিলেন, রিয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমা বিষয়ক এক চুক্তি অনুযায়ী ‘তিরান’ এবং ‘সানাফির’ সৌদি পানিসীমার মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট সিসি’র এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মিশরীয় রাস্তায় নেমে ওই চুক্তিকে ‘অসাংবিধানিক’ বলে তা প্রত্যাখ্যান করেন।
আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মিশরের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার বিনিময়ে আব্দেল ফাত্তাহ আল-সিসি রিয়াদের কাছ থেকে ২,০০০ কোটি ডলারের অর্থসাহায্য পেয়েছেন।
সূত্র : পার্স টুডে

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ