সমালোচনার মুখে সিধান্ত বদল করল জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয় প্রশাসন


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুলাই ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:৩৩ অন্যান্য

ই-বার্তা ।। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউলের স্ত্রী উম্মে সালমাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উম্মে সালমার হাতে এ নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এর আগে প্রথম শ্রেণিতে নিয়োগের যোগ্যতা থাকলেও উম্মে সালমাকে দৈনিক ৫২৫ টাকা বেতনে মাস্টাররোলে উচ্চমান সহকারী পদে (তৃতীয় শ্রেণি) নিয়োগ দেয়া হয়েছিল।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন।

নিয়োগ পত্রে বলা হয়, পূর্বের অফিস আদেশ প্রত্যাহার করে আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হল। চাকরিতে যোগদানের তারিখ হতে আপনার নিয়োগ কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আইন অনুযায়ী আপনি বেতন ভাতা পাবেন।

সুত্র; যুগান্তর

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ