ফারমার্স ব্যাংককে তিন মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক


ই-বার্তা প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:১৮ অন্যান্য

ই-বার্তা ।। ফারমার্স ব্যাংক সংকট মেটাতে তিন মাস সময় পেল। বুধবার ব্যাংকটির নতুন পর্ষদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সময় দেওয়া হয়।

বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ফারমার্স ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন।

সাম্প্রতিক সময়ে ঋণে ব্যাপক অনিয়মের কারণে ফারমার্স ব্যাংক বড় ধরনের তারল্য সংকটে পড়ে। এরপর বাংলাদেশ ব্যাংক নতুন এ বেসরকারি ব্যাংকের সংকট নিরসনে জোরালো উদ্যোগ নেয়।

আমানতকারীদের আস্থা ফেরাতে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ তিন পরিচালককে ডেকে নিয়ে মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে তারা পদত্যাগে রাজি হননি। তবে নিজ থেকে সরে না দাঁড়ালে শিগগিরই তাদের অপসারণ করার বিষয়টি জানার পর পদত্যাগ করেন তারা।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ