অবিবাহিত ছাত্রলীগ নেতাকে বিবাহিত প্রমাণের চেষ্টা পণ্ড


ই-বার্তা প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৭, রবিবার  | রাত ০১:০৩ রাজনীতি

ই-বার্তা।।যশোর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহীকে বিবাহিত প্রমাণ করার প্রচেষ্ট র্ব্যথ হয়েছে। তারঁ বিরুদ্ধে যশোরের একজন সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভুয়া কাবিননামা জমা দেয়। পরে খোঁজখবর নিলে সেটা মিথ্যা প্রমাণিত হয়।

ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সভায় বিবাহিত ছাত্রনেতাদের সংগঠনের পদ ছেড়ে দিতে ৭২ ঘন্টার সময় বেধে দেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর কয়েকদিন পর তিনি ওই কাবিনের অনুলিপি জমা দেন ওই সংসদ সদস্য।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে যশোর ছাত্রলীগের সভাপতির বিয়ের ওই কাবিননামার অনুলিপি জমা দেন। এরপর বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী এনায়েতকে বিষয়টি তদন্তের দায়িত্ব পান। ইতোমধ্যে তদন্ত শেষে কাজী এনায়েত তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। তদন্তের বিষয়ে জানতে চাইলে কাজী এনায়েত বলেন, তদন্তে দেখা গেছে, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি নামে যে কাবিননামাটি জমা দেওয়া হয়েছিল সেটি ভুয়া। বাস্তবে এর কেনো


অস্তিত্ব নেই। আমি তদন্ত রিপোর্ট সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিয়েছি।

প্রধানমন্ত্রী কাছে জমা দেওয়া কাবিননামায় দেখানো হয়েছে, যশোর সদরের ১২ নাম্বার ফতেহপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার আখতার হোসেন বিয়েটি পড়িয়েছেন। তথ্যটি যাচাই বাছাই শুরু হলে আখতার হোসেন বিয়ের বিষয়টি অস্বীকার করে লিখিত পত্র পাঠান যশোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ওই পত্রে তিনি বলন, রওশন ইকবাল শাহীর বিবাহ সম্পাদনের কোনো তথ্য প্রমাণ নেই।

ইতোমধ্যে প্রতিবেদনের অনুলিপি ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করবেন সোহাগ ও জাকির।
যশোরের নেতাকর্মীরা জানিয়েছেন, জেলা ছাত্রলীগের সম্মেলনে ওই সংসদ সদস্য তার নিজের অনুসারীকে নেতা বানাতে চেয়ে না পেরে এখন এইসব মিথ্যা অভিযোগ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, যশোর ছাত্রলীগের সভাপতির নামে বিয়ের যে কাবিনটি আমাদের হাতে এসেছিল, সেটি আসলে ভুয়া। বাস্তবে এর কোনো প্রমাণ আমরা পাই নি। বাস্তবে রওশন ইকবাল শাহী অবিবাহিত।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ