জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ফরহাদ মাজাহার


ই-বার্তা প্রকাশিত: ১৮ই জুলাই ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:১২ অপরাধ

ই-বার্তা ।। অপহরণ ঘটনায় কলামিস্ট ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরের দিকে অপহরণ ঘটনায় ফের তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে সকালে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে জানান, অপহরণ ঘটনায় দেয়া তার জবানবন্দির বক্তব্য সঠিক কি না- তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে।

এসময় তিনি আরও জানান, তথ্য দিয়ে পুলিশকে কেউ বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৩ জুলাই এক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে ফরহাদ মজহার নিখোঁজের ঘটনাকে নাটক মনে হয় বলে মন্তব্য করেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।

গত ৩ জুলাই ভোর ৫টায় রাজধানীর শ্যামলীর নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। এরপর তার মোবাইলফোন থেকে বেশ কয়েক দফায় ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর যশোরের শিল্পশহর নওয়াপাড়া থেকে উদ্ধার হন ফরহাদ মজহার। নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে র্যা্ব।

ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ