পাকিস্তান ক্রিকেটকে ডুবিয়েছেন ওয়াকার ইউনিস, অভিযোগ কামরান আকমলের


ই-বার্তা প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৪:৫৬ ক্রিকেট

ই-বার্তা।।দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারের হাত ধরে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেটের মেঘ একটু একটু করে সরে নতুন সম্ভবনা দেখছে অনেকেই। তবে পাকিস্তান ক্রিকেটে যে দুর্দিন চলছে সে মেনে নিতে হবে। আর এ জন্য ওয়াকার ইউনিসকে দায়ী করেছেন কামরান আকমল। কামরান আকমলের মতে, দেশের ক্রিকেটকে ডুবিয়েছেন তিনি। ২০১০-১১ ও ২০১৪-১৬ মেয়াদে পাকিস্তানের কোচ হিসেবে ওয়াকার ছিলেন একেবারে ব্যর্থ।

সাবেক কোচের বিরুদ্ধে কামরান অভিযোগ করেছেন জিও সুপার চ্যানেলের কাছে, ওয়াকার ছিলেন একজন ব্যর্থ কোচ। পাকিস্তানের ক্রিকেটে অনেক ক্ষতির কারণ তিনি। প্রবল উৎসাহ নিয়ে খেলোয়াড়দের উপর তিনি পরীক্ষা চালাতেন, এজন্য প্রতিষ্ঠিত খেলোয়াড়দের দলের বাইরে রাখতেন। এভাবে জাতীয় দলকে দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছেন তিনি।

কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ওয়াকারের ব্যক্তিগত ঝামেলা ছিল মনে করেন ৫৩ টেস্ট ও ১৫৭ ওয়ানডে খেলা আকমল, আমি জানি না, কিন্তু কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার ঝামেলা ছিল। পাকিস্তান দলকে এগিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না তার। এর অনন্য উদাহরণ ২০১৫ সালের বিশ্বকাপ। সেখানে তিনি ইউনিস খানকে ইনিংস উদ্বোধন করতে বলেছিলেন এবং ঝামেলা থাকায় সরফরাজ আহমেদকে টুর্নামেন্টের শেষদিকে খেলান।

সিনিয়র খেলোয়াড়রা দলে জায়গা পাকা করতে পারেননি ওয়াকারের কারণে, এমন অভিযোগও করেছেন কামরান, ‘আমার মনে আছে এশিয়া কাপের এক ম্যাচে উমর আকমল সেঞ্চুরি করেছিল। পরের ম্যাচে তাকে শহীদ আফ্রিদি ও অন্যদের পরে ব্যাট করতে হলো। নিঃসন্দেহে ওয়াকার পাকিস্তানের একজন সেরা খেলোয়াড়, কিন্তু কোচ হিসেবে ছিলেন ব্যর্থ।’ আইসিসির তিন ফরম্যাটে র্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ হিসেবে ওয়াকারের ম্যানেজমেন্ট দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ পাকিস্তানি তারকা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ