প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দেওয়ায় যুবক আটক


ই-বার্তা প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৭, শুক্রবার  | বিকাল ০৫:০৭ ঢাকা বিভাগ

ই-বার্তা।।কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত আকারে ফেসবুকে আপলোড দেয়ার অপরাধে আমির হামজা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক ভৈরব উপজেলা যুবদলের নেতা বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে ভৈরব থানায় মামলা করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতেই ওই যুবক আমীর হামজা তার ফেসবুক আইডি থেকে জিল্লুর রহমান ও শেখ হাসিনার বিকৃত ছবি আপলোড করে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. তাহের মিয়া বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ করার দায়ে মামলা করা হয়েছে। আটক আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ